চীনে ফের কমতির দিকে আকরিক লোহার চাহিদা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-২৮ ১৭:১২:১৯


চীনে মহামারি করোনাভাইরাসের সংক্রমণে ফের তীব্র আকার ধারণ করায় চাপের মুখে আকরিক লোহার বাজার।লকডাউন ও অন্যান্য বিধিনিষেধে ধাতুটির চাহিদায় ধস নেমেছে। খবর ফাইন্যান্সিয়াল রিভিউ।

যদিও বিশ্লেষকরা বলছেন, লকডাউন ধাতুটির বাজারে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে না। কারণ আগামী মাস থেকেই ঘুরে দাঁড়াতে পারে ইস্পাতের চাহিদা। ইস্পাত উৎপাদনের অন্যতম উপকরণ আকরিক লোহা। ফলে ইস্পাতের চাহিদা বাড়লে বাড়বে আকরিক লোহারও।

এসঅ্যান্ডপি গ্লোবাল প্লাটসের দেয়া তথ্যানুসারে, নিম্নমুখী চাহিদার কারণে সর্বশেষ স্পট মার্কেটে আকরিক লোহার দাম টানা দ্বিতীয় দিনের মতো কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ১৪৩ ডলার ৪০ সেন্টে, যা আগের তুলনায় ৩ শতাংশ কম। এছাড়া মার্চের শুরু থেকে এখন পর্যন্ত ধাতুটির দাম কমেছে ১০ শতাংশ। সিঙ্গাপুরে এপ্রিলে সরবরাহ চুক্তিতে প্রতি টন আকরিক লোহার দাম দশমিক ৪ শতাংশ কমে ১৪৫ ডলারে নেমেছে।

তথ্য বলছে, চীনের প্রায় ২৮টি প্রদেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। এর মধ্যে দেশটির সবচেয়ে বড় ইস্পাত উৎপাদন কেন্দ্র হিসেবে বিবেচিত তাংসান সিটিও রয়েছে। সংক্রমণ বাড়ায় তাংসান সিটিতে জরুরি নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা হয়েছে।

এ বিষয়ে এসঅ্যান্ডপি গ্লোবাল প্লাটসের দেয়া তথ্য বলছে, করোনার কারণে চীনে ইস্পাতের চাহিদা উৎপাদনের তুলনায় অনেক কমেছে। তবে বাজার পর্যবেক্ষকরা মনে করছেন, অল্প সময়ের মধ্যেই ধাতুটির বাজারে পুনরুদ্ধার ঘটবে। কারণ এপ্রিলের মধ্যে সংক্রমণ স্থিতিশীল হয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে।

সানবিডি/এনজে