অমর একুশে গ্রন্থমেলায় তরুন প্রজন্মের রোমান্টিক কবি তারিক সজিবের 'তুমি আজও আছ' নামে একটি কাব্য গ্রন্থ প্রকাশ হয়েছে। বইটি প্রকাশ করেছে বিজয় প্রকাশনী। আর এই বইটির মোড়ক উন্মোচন করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।
বইটি অনেকগুলি রোমান্টিক প্রেমের কবিতা সাজানো। কবির মনে যে প্রেম আছে তা তার কবিতার বইয়ের পাতায়-পাতায়, ছন্দে-ছন্দে পাওয়া যায়। এই কবি একটু রোমান্টিক টাইপের। কবি তার রোমান্টিতার ব্যপারে বলেন, আসলে কবিরা একটু রোমান্টিক প্রকৃতির হয়। তারা সব জায়গায় রোমান্টিকতা খুঁজে বেড়ায়।
কবি তারিক সজিব আরো বলেন, আমার কবিতার বইটি আসলে একটি প্রেমের কবিতার বই। এখানে আমি প্রেমের বিভিন্ন বিষয় তুলে ধরেছি।
আপনিতো শিল্পী মনির খানের অঞ্জনার মত প্রত্যেকটা বইতে লক্ষ্মী নামের একটা মেয়ের কথা উল্লেখ করেন, তিনি কে? জানতে চাইলে তিনি বলেন, লক্ষ্মী আসলে আমার কবিতার একটি কাল্পনিক চরিত্র।
তিনি পাঠকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আমার বইটি পড়বেন, সংগ্রহে রাখবেন, অনেক মজা পাবেন।
এছাড়াও একই প্রকাশনী থেকে তারিক সজিবের আরো কয়েকটি কবিতার বই প্রকাশিত হয়েছে। বইগুলো হল ,তুমি আমারই ছিলে' স্মৃতি নষ্ট হয়ে গেছে।
উল্লেখ, তারিক সজিব লেখা-লেখির পাশা-পাশি সাংবাদিকতা করেন, এবং তিনি এখন বাংলা একাডেমির মহাপরিচালকের কার্যালয়ে কর্মরত আছেন।
সানবিডি/ঢাকা/এসএস