দশমিক ৬১ শতাংশ কমেছে মালয়েশিয়ান পাম অয়েলের দাম
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-২৯ ১৪:১৩:০৮

ফিউচার মার্কেটে কমেছে মালয়েশিয়ান পাম অয়েলের দাম। চীন সাংহাইয়ে নয়দিনের লকডাউন ঘোষণা করায় অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে। এটি পাম অয়েলের দরপতনে ভূমিকা রেখেছে। অন্যদিকে চলতি মাসে নিম্নমুখী রফতানিও দাম কমাতে সহায়তা করেছে। খবর বিজনেস রেকর্ডার।
সর্বশেষ কার্যদিবসে বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে জুন সরবরাহ চুক্তিতে মালয়েশিয়ান বাজার আদর্শ পাম অয়েলের দাম দশমিক ৬১ শতাংশ বা ৩৭ রিঙ্গিত কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৫ হাজার ৯৯০ রিঙ্গিত (১ হাজার ৪২২ ডলার ৮০ সেন্ট)।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













