কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের 'ম্যানেজমেন্ট সপ্তাহ' এর সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে বরণ করে নেয়া হয়েছে নবীণ শিক্ষার্থীদের এবং বিদায় দেয়া হয়েছে ২০০৭-০৮ এবং ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের।
বৃহস্পতিবার (১৮ফেব্রুয়ারী) দুপুরে কুবির প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে নবীণ বরণ এবং বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়।
বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ মকছুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর কুন্ডু গোপীদাস, বাণিজ্য অনুষদের ডিন ও বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আহসান উল্যাহ, প্রক্টর মো: আইনুল হক।
এতে আরো উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষকবৃন্দ এবং নবীণ -প্রবীণ শিক্ষার্থীরা।
এসময় বিভাগে সপ্তাহ ব্যাপী অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ এবং অনুষ্ঠান শেষে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
সানবিডি/ঢাকা/এলাহী/এসএস