নিয়মনীতি সহজ করা বড় প্রনোদনা- ড. আতিউর
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-৩০ ১২:০২:০২

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. আতিউর রহমান বলেছেন সরকার বিভিন্ন সময় প্রনোদনা দিয়ে থাকে যা অর্থনীতিতে বড় ভুমিকা রাখছে। তবে ব্যবসা পরিচালনা ও আর্থিক লেনদেনে নিয়মনীতি সহজ করা বড় প্রনোদনা। নিয়মনীতি সহজ করার মাধ্যমে যে কোন লেনদেন সহজে সর্ম্পন্য করা যায় বলে তিনি মনে করেন।
বুধবার (৩০ মার্চ) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) কতৃক আয়োজিত আর্থিক খাত নিয়ে সাংবাদিকদের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আতিউর রহমান বলেন সাধারন মানুষের হাতে দ্রুত সময়ে অর্থ পৌছে দিতে পারলে ভৌগ্য পণ্যের ব্যবহার অনেক বেড়ে যায়। যা দেশের অর্থনীতিতে ইতিবাচক ভুমিকা পালন করছে।
তিনি বলেন দেশের কৃষি খাত ভাল করার কারনে করোনার মহামারিতেও দেশের অর্থনীতিতে তেমন কোন প্রভাব পড়েনি।
তিনি বলেন মোবাইল ব্যাংকিং চালু করার মাধ্যমে দেশের অর্থনীতিতে আমুল পরিবর্তন ঘটেছে। মোবাইল ও এজেন্ট ব্যাংকিং দেশের অর্থনীতির জন্য এক প্রকার গণতন্ত্র। কারন মোবাইল ও এজেন্ট ব্যাংকিং চালু করার মাধ্যমে দেশের সাধারন মানুষকে অর্থনীতির মুল ধারায অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছে বলে তিনি মনে করেন।
এসএ/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













