অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেড আজ বৃহস্পতিবার টপটেন গেইনারের নেতৃত্বে রয়েছে। এই দিন কোম্পানির শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৩৮ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ লেনদেন হয় ১৭ টাকা ৫০ পয়সা দরে। এদিন কোম্পানির ৭ হাজার ৩০০টি শেয়ার ২৬ বারে লেনদেন হয়। গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ৪র্থ আইসিবি মিউচ্যুয়াল ফান্ড। আজ ফান্ডটির প্রতিটি ইউনিটের দর বেড়েছে ১৪ টাকা ৯০ পয়সা বা ৬ দশমিক ৬২ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ২৪০ টাকা দরে। আজ ফান্ডটির ৯২০টি ইউনিট ৯ বারে লেনদেন হয়। তালিকার তৃতীয় স্থানে থাকা লাফার্জ সুরমা সিমেন্টরে শেয়ার দর বেড়েছে ৪ টাকা ৪০ পয়সা বা ৫ দশমিক ৮৬ শতাংশ।
এছাড়া গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, বিএসআরএম লিমিটেড, গ্রামীণ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, ফু-ওয়াং সিরামিক, জিপিএইচ ইস্পাত, এইমস ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড লিমিটেড।
সানবিডি/ঢাকা/আহো