২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ভারত ম্যাচ দিয়ে শুরু টি-২০ এশিয়া কাপ। এটাই তো সবার জানা।তবে চার দলের এশিয়া কাপ শুরু কাল থেকেই, ফতুল্লায়।এই চারটি দল হলো- আফগানিস্তান, ওমান, হংকং ও আমিরাত।
এখান থেকে চ্যাম্পিয়ন দল উঠবে চূড়ান্ত পর্বে।কাল উদ্বোধনী ম্যাচে আফগানিস্তের মুখোমুখি হংকং। ম্যাচটি শুরু বিকাল ৩টায়।বাছাই পর্বের সবগুলো ম্যাচ শুরু হবে একই সময়ে।
এবারই প্রথম বারের মতো হচ্ছে এশিয়া কাপের বাছাই পর্ব। আর প্রথমবারের মতো এ টুর্নামেন্টে হবে ২০ ওভার ফরমেটে। মার্চের শুরুতে অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপ।এ কারণেই এবারের এশিয়া কাপ হচ্ছে ২০ ওভার ফরমেটে।
মূল পর্বে অংশ নিবে ৫টি দল। দলগুলো হলো-বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাছাই পর্বের চ্যাম্পিয়ন দলটি। মূল পর্বে প্রতিটা দল একে অপরের বিপক্ষে একবার করে মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলের সেরা দুটি দল খেলবে ফাইনাল। মিরপুরে ফাইনাল ম্যাচটি হবে ৬ মার্চ।মূল পর্বের সবগুলো ম্যাচ হবে সন্ধ্যা সাড়ে সাতটায়।
এদিকে বাংলাদেশ দল এশিয়া কাপের তৃতীয় প্রস্তুতি ক্যাম্প শুরু করছে ২০ ফেব্রুয়ারি থেকে, মিরপুরে। খুলনার পর চট্রগ্রামে দ্বিতীয় প্রস্তুত ক্যাম্প শেষ করে তিন দিনের ছুটিতে রয়েছেন ক্রিকেটাররা।
সানবিডি/ঢাকা/আহো