বিশ্বে উৎপাদিত ইলিশের ৮০ শতাংশ বাংলাদেশের: শ ম রেজাউল
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৩-৩১ ১৫:৩৮:৩৪

চলতি বছরে সারা বিশ্বে উৎপাদিত ইলিশের ৮০ শতাংশ বাংলাদেশের বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেছেন, বিশ্বের কাছে ইলিশ উৎপাদনে বাংলাদেশের যে অবস্থান, তা প্রধানমন্ত্রীর সময় উপযোগী বিভিন্ন পদক্ষেপ এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় সম্ভব হয়েছে।
বৃহস্পতিবার মুন্সীগঞ্জের সরকারি লৌহজং কলেজ প্রাঙ্গণে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি জাটকা সংগ্রহের নিষেধাজ্ঞাকালে জাটকা আহরণ, বিপণন ও বাজারজাত না করার জন্য বলেন।
মৎস্যজীবীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘এ ছোট ছোট জাটকা আমরা বা মৎস্য কর্মকর্তা ধরতে যাব না। এ মাছ শুধু মৎস্যজীবীরাই ধরবে। এ মাছ বড় হলে তারাই বিক্রি করে অতিরিক্ত টাকা পাবে। সাধারণ মানুষ বড় মাছের স্বাদ পাবে। যদি এখন জাটকা ধরা বন্ধ না করা হয়, তাহলে ইলিশের উৎপাদন কমে যাবে। তাই সকলে এক হয়ে জাটকা নিধন বন্ধে এক সঙ্গে কাজ করতে হবে।’
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, বাংলাদেশ নৌ-পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. শফিকুল ইসলাম, মৎস্য অধিদপ্তর মহাপরিচালক খ. মাহবুবুল হক, জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার আব্দুল মোমেন প্রমুখ।
পরে লৌহজং ভূমি অফিস ঘাটে বর্ণাঢ্য নৌ র্যালি অনুষ্ঠিত হয়। পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ পালিত হবে ৬ এপ্রিল পর্যন্ত।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













