রাজধানীর শাহজাহানপুরে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারীসহ আরো ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। হত্যার আগে তারা টিপুকে অনুসরণ করে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
শুক্রবার (১ এপ্রিল) রাতে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান কমান্ডার খন্দকার আল মুঈন এ বিষয়টি নিশ্চিত করেন।
আল মুঈন বলেন, এ বিষয়ে শনিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
প্রসঙ্গত, গত ২৪ মার্চ রাত পৌনে ১০টার দিকে শাহজাহানপুর আমতলা এলাকায় যানজটে আটকা পড়ে টিপুকে বহন করা গাড়ি। এ সময় তার গাড়িকে লক্ষ্য করে গোয়েন্দা পুলিশের হাতে আটক মাসুম ওরফে আকাশ বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। গুলিতে টিপুসহ ওই সময় রিকশা আরোহী সামিয়া ওরফে প্রীতি নামে এক কলেজ ছাত্রী গুলিবিদ্ধ হয়ে মারা যান। টিপুর গাড়ির ড্রাইভার গুলিবিদ্ধ হলে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে হত্যাকাণ্ডের অভিযোগ করে টিপুর স্ত্রী শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন।