মঞ্চে উপস্থাপককে চড় মারার ঘটনার জেরে অস্কার একাডেমি থেকে পদত্যাগ করেছেন হলিউড অভিনেতা উইল স্মিথ। স্থানীয় সময় শুক্রবার (১ এপ্রিল) এক বিবৃতিতে উইল স্মিথ বিষয়টি নিশ্চিত করেছেন। খবর: বিবিসির।
বিবৃতিতে তিনি বলেছেন, ৯৪তম একাডেমি অ্যাওয়ার্ডসে আমার কর্মকাণ্ড ছিল দুঃখজনক, বেদনাদায়ক এবং অমার্জনীয়।
তিনি বলেন, আমি যাদের আঘাত করেছি তার তালিকা দীর্ঘ। এর মধ্যে রয়েছেন ক্রিস রক, তার পরিবার, আমার অনেক প্রিয় মানুষ, বন্ধু, মঞ্চে উপস্থিত দর্শক এবং বাড়িতে বসা বিশ্বের অসংখ্য দর্শক।
স্মিথ আরও বলেন, আমি একাডেমির বিশ্বাসের সঙ্গে প্রতারণা করেছি। আমি অস্কার অ্যাওয়ার্ডের জন্য মনোনীত এবং বিজয়ীদের তাদের অসাধারণ কাজের স্বীকৃতির উদযাপন থেকে বঞ্চিত করেছি। আমি সত্যিই ব্যথিত।
এদিকে অস্কার একাডেমি জানিয়েছে, তারা উইল স্মিথের পদত্যাগপত্র গ্রহণ করেছে। একই সঙ্গে তারা চড় কাণ্ডে আইনি প্রক্রিয়া এগিয়ে নেবে।
যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ফোর্বস জানিয়েছে, পদত্যাগ করলেও উইল স্মিথকে তার প্রাপ্ত পুরস্কার ফেরত দিতে হবে না। তিনি ভবিষ্যতে পুরস্কারের জন্য মনোয়ন পাবেন, অনুষ্ঠানে আমন্ত্রণও পেতে পারেন। কিন্তু অস্কারের কোনো আয়োজনে ভোট দিতে পারবেন না।
গত ২৮ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অস্কারের ৯৪তম আসরের অনুষ্ঠান হয়। এসময় উপস্থিত অতিথিদের নিয়ে ঠাট্টা করছিলেন অনুষ্ঠান সঞ্চালক ক্রিস রক। একে একে সবার কথা বলতে বলতে তিনি চলে যান উইল স্মিথের স্ত্রী জেডা স্মিথ প্রসঙ্গে। তখন ক্রিস বলেন, পরের ‘জি আই জেন’ ছবিতে অভিনয় করবেন জেডা।
‘জি আই জেন’ ছবিতে অভিনয় করেছিলেন ডেমি মুর। সেই ছবিতে তার মাথায় চুল ছিল না। ঘটনাচক্রে জেডার মাথাতেও চুল নেই। কিন্তু সেটি স্টাইলের কারণে নয়। তিনি অ্যালোপেশিয়ায় আক্রান্ত। সেই কারণেই তার চুল নেই।
এ রসিকতায় তীব্র রেগে যান উইল স্মিথ। মঞ্চে উঠে তিনি চড় মারেন ক্রিস রককে। তখন সত্যিই স্মিথ রেগে গিয়েছিলেন। চড় মেরে নিজ আসনে এসে তিনি গালিগালাজ করে বলেন, তার স্ত্রীকে এসব থেকে দূরে রাখতে।
ওই ঘটনার এক ঘণ্টা পরেই কিং রিচার্ড চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জয় করেন উইল স্মিথ। ওই চলচ্চিত্রে তিনি টেনিস তারকা ভেনাস ও সেরেনা উইলিয়ামসের পিতার চরিত্রে অভিনয় করেন।
২০১৬ সালেও একই রকম ঘটনা ঘটেছিল। তখনও অস্কারের মঞ্চে স্মিথের স্ত্রী জাডাকে নিয়ে রসিকতা করেছিলেন ক্রিস রক।
এদিকে এ ঘটনার পর বোস্টনে একটি স্ট্যান্ড-আপ অনুষ্ঠানে ক্রিস রক বলেছেন, সেদিন যা ঘটেছে, এখনো তিনি তার মধ্য থেকে বের হতে পারেননি।
এর আগে চড় মারায় উইল স্মিথের বিরুদ্ধে কোনো মামলা না করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন রক।