পটুয়াখালীর গলাচিপায় পাওনা টাকা চেয়ে প্রতিপক্ষের হামলায় ইসমাইল হাওলাদার (৬০) নামের এক দোকানদার নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার রতনদি-তালতলি ইউনিয়নের মাটিভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইসমাইল একই গ্রামের মৃত সেকান্দার হাওলাদারের ছেলে এবং সে ওই গ্রামে মুদি মনিহারি দোকানের মালিক। তার লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
গলাচিপা থানার ওসি শওকত আনোয়ার জানান, সম্প্রতি স্থানীয় রফিক মোল্লা তিন হাজার টাকার মালামাল বাকিতে ক্রয় করেছিলেন ইসমাইলের দোকান থেকে। সেই টাকা পরিশোধের জন্য তাগিদ দেয়া নিয়ে শুক্রবার সকালে দোকানি ইসমাইল হাওলাদারের সাথে রফিকের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে ক্ষিপ্ত হয়ে রফিক মোল্লা তার আত্মীয় স্বজনসহ ১০/১২ জন লোক নিয়ে রাত আটটার দিকে ইসমাইল হাওলাদারের দোকানে হামলা ও ভাঙচুর চালায়। এক পর্যায়ে হামলাকারীরা ইসমাইলকে দোকান থেকে নামিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। মাথায় আঘাতপ্রাপ্ত ইসমাইলকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য গলাচিপা হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে নয়টার দিকে তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং এক পর্যায়ে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রফিক মোল্লার দু’জন আত্মীয়কে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতির পাশাপাশি ঘটনার মূলহোতা রফিকসহ অন্যান্যদের গ্রেফতারে অভিযান চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।