ইউরোপের স্পট মার্কেটে রাশিয়া,ইউক্রেন.চীন থেকে সরবরাহ সংকটের কারণে দাম বেড়েছে ইস্পাতের। এ সুযোগকে কাজে লাগাতে ইউরোপের বাজারের দিকে দৃষ্টি দিয়েছে ভারতের ইস্পাত রফতানিকারকরা। বাজারসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ইউরোপে সম্প্রতি ভারতের ইস্পাত রফতানি ৫ শতাংশীয় পয়েন্ট বেড়েছে। খবর দ্য হিন্দু বিজনেসলাইন।
বর্তমানে ইউরোপের খোলাবাজারে টনপ্রতি ইস্পাতের মূল্য ২ হাজার ডলার বা ১৫ হাজার রুপির কাছাকাছি। এজন্য ভারতীয় রফতানিকারকদের কাছে আকর্ষণীয় গন্তব্য ইউরোপ। সাধারণত, মোট ইস্পাত উৎপাদনের ২০-২৫ শতাংশ রফতানি করে ভারত। দেশটির ইস্পাতের সবচেয়ে বড় ক্রেতা ইউরোপ। ভারতের প্রধান প্রধান ইস্পাত রফতানিকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে জেএসডব্লিউ, টাটা স্টিল, জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড (জেএসপিএল) ও আর্সেলর মিত্তাল নিপ্পন স্টিল (এএমএনএস)।
ভারতের মোট ইস্পাত উৎপাদনের ৮১ শতাংশ আসে বিভিন্ন বেসরকারি কোম্পানি থেকে। বাকি ১৯ শতাংশ বিভিন্ন পিএসইউ থেকে।
সানবিডি/এনজে