জেনে নিন কোন রোগের কোন ভেষজ
আপডেট: ২০১৬-০২-১৯ ১৭:৩৯:০৯
শরীর যখন আছে রোগ তো বাসা বাঁধবেই। আর শরীরে অসুখ করলেই কী বেশি দামের উচ্চ পার্শ্বপ্রতিক্রিয়াযুক্ত অ্যালোপ্যাথিক ওষুধ খেতে হবে! একদম নয়। সেই প্রাচীনকাল থেকেই ভেষজ ওষুধ ব্যবহার করা হয়। এতে রোগও যেমন সাড়ে, তেমনই পার্শ্বপ্রতিক্রিয়ারও ভয় নেই। হাতের কাছে কম দামে পাওয়া যায়। তাই জেনে নিন, কোন কোন ভেষজে কী কী রোগ সাড়ে। আপনার অনেক কাজে লাগবে।
বাতে, জ্বরের চিকিৎসায়-অশ্বগন্ধা পাতার মূল এবং বীজ। কাশি, অ্যাজমা, জ্বরের চিকিৎসায়- বাসক পাতা। শ্বাসকষ্ট উপশমে হরিতকি। হৃদরোগ প্রতিরোধে অর্জুন গাছের ছাল। আমাশয়, ডায়েরিয়া, অ্যানিমিয়া চিকিৎসায়- আমলকি। চর্মরোগ, কৃমি, মধুমেহ চিকিৎসায়- নিমগাছের পাতা। কোষ্ঠকাঠিন্য, কৃমিনাশক, জ্বর উপশমে- ঘৃতকুমারী পাতার শাঁস। স্মৃতিশক্তি বাড়াতে, মস্তিষ্ক বিকৃতি রুখতে- ব্রাহ্মীশাক। জ্বর, সর্দি কাশি, চোখের রোগ প্রতিরোধে তুলসী পাতা।
সানবিডি/ঢাকা/রাআ