ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ বন্ধে এবার আওয়াজ তুললেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার বাজওয়া। তিনি বলেন, ইউক্রেনে রুশ অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে এবং এটি একটি ট্র্যাজেডি। শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন।
রাজধানী ইসলামাবাদে জেনারেল বাজওয়া চলমান যুদ্ধ নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, রাশিয়ার বৈধ নিরাপত্তা উদ্বেগ সত্ত্বেও, একটি ছোট দেশের বিরুদ্ধে তার আগ্রাসন ক্ষমা করা যায় না’। তিনি আরও বলেন, ‘অবিলম্বে যুদ্ধবিরতি এবং শত্রুতা বন্ধের আহ্বান জানাচ্ছে পাকিস্তান। সংঘাতের দীর্ঘ স্থানীয় সমাধান খুঁজতে আমরা আলোচনাকে সমর্থন করি’।
ইউক্রেনে রাশিয়ার অভিযানের বিরুদ্ধে পাকিস্তানের কোনও শীর্ষ পর্যায়ের কর্মকর্তাকে এই প্রথমবার প্রকাশ্যে এমন বক্তব্য রাখতে দেখা গেলো। ইসলামাবাদ মিত্র মস্কোর বিরুদ্ধে আগে এই যুদ্ধের বিরোধিতা করেনি। যুদ্ধের মধ্যেই মস্কোয় সফরে গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু এবার যুদ্ধের বিরুদ্ধে কথা বললেন পাকিস্তানের সেনাপ্রধান।
এদিন তিনি বলেন, ‘ইউক্রেনে রুশ অভিযান অত্যন্ত দুর্ভাগ্যজনক। হামলায় হাজারো মানুষ নিহত হয়েছেন। লাখ লাখ মানুষ ইউক্রেন ছেড়েছেন। ইউক্রেনের অর্ধেক ধ্বংস হয়ে গেছে’।
সেনাপ্রধান বাজওয়া আরও যোগ করেন, ‘পাকিস্তানের স্বাধীনতার পর থেকেই ইউক্রেনের সঙ্গে দারুণ প্রতিরক্ষা এবং অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। কিন্তু রাশিয়ার সঙ্গে সম্পর্ক দীর্ঘ সময়ের জন্য শীতল অবস্থায় ছিল, তার অনেক কারণ রয়েছে’। তবে সম্প্রতি দুই দেশের মধ্যে ইতিবাচক অগ্রগিত হয়েছে। এমন সংকটে পাকিস্তানের বিমান বাহিনীর মাধ্যমে ইউক্রেনে মানবিক সহায়তা পাঠানো হচ্ছে এবং ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী পাঠানো হবে বলেও উল্লেখ করেন তিনি।
সানবিডি/এনজে