প্রথমবারের মতো ভারত-নেপালের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। শনিবার ভারতে সফররত নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথভাবে দুই দেশের মধ্যে এই রেল যোগাযোগব্যবস্থা চালু করলেন।
দিল্লির হায়দরাবাদ হাউসে দুই প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠকের অবসরে এ রেলযাত্রার উদ্বোধন করেন।
ভারতের বিহার প্রদেশের জয়নগর থেকে নেপালের কুরথা পর্যন্ত এ ব্রডগেজ ট্রেন চলবে। দূরত্ব ৩৫ কিলোমিটার। ৬১৯ কোটি টাকা ব্যয়ে গত বছর এই রেল প্রকল্পের কাজ শেষ হয়।
একইসঙ্গে নেপালে চালু হল ভারতীয় ‘রুপে’ কার্ডের মাধ্যমে কেনাকাটা। এর আগে সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত ও ভুটানে ‘রুপে’ কার্ড চালু হয়।
দেউবা পাঁচবার নেপালের প্রধানমন্ত্রী হয়েছেন। প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়ে তিনি ভারতে সফর করেছেন। গত জুলাইয়ে পঞ্চমবার প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই তার প্রথম ভারত সফর।
চলতি বছরের জানুয়ারিতে দেউবার ভারত সফরে আসার কথা ছিল। ঠিক ছিল গুজরাটে ‘বিজনেস সামিট’-এ যোগ দেবেন। কিন্তু কভিডের কারণে সেই সম্মেলন বাতিল হয়ে যায়।
সানবিডি/এনজে