মাহে রমজানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত ৪ ঘণ্টা বিরতিহীনভাবে চলবে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সহকারী পরিচালক রায়হান কবির স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, রমজান মাসে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন হবে। তবে দুই স্টক এক্সচেঞ্জের অফিস খোলা থাকবে সরকারি নির্দেশনা অনুযায়ী।
সরকার রমজান মাসে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত অফিসের সময় নির্ধারণ করে দিয়েছে। এর আগে বাংলাদেশ ব্যাংক এক নির্দেশনায় রমজানে ব্যাংকে লেনদেনের সময় সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত নির্ধারণ করে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস