ভারতে ৪-৬ লাখ টন সূর্যমুখী তেলের ঘাটতির সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-০৩ ১৪:১৪:২২

রাশিয়ার সঙ্গে ইউক্রেনের চলমান যুদ্ধের কারণে টালমাটাল ভোজ্যতেলের বাজার। বিশেষ করে ইউক্রেন থেকে বন্ধ হয়ে গেছে সূর্যমুখী তেল সরবরাহ। ফলে আগামী অর্থবছর ভারতে ৪-৬ লাখ টন অপরিশোধিত সূর্যমুখী তেলের ঘাটতি দেখা দিতে পারে। এতে বিপাকে পড়বে ভোজ্যতেল প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠানগুলো। খবর দ্য হিন্দু বিজনেস লাইন।
ক্রিসিল রেটিংসের প্রাক্কলন অনুযায়ী, ভারত বছরে প্রায় ২৩০-২৪০ লাখ টন ভোজ্যতেল ব্যবহার করে। এর মধ্যে ১০ শতাংশই আসে পরিশোধিত সূর্যমুখী তেল থেকে। কিন্তু কৃষ্ণ সাগরীয় অঞ্চলে যুদ্ধ বেধে যাওয়ায় তেলটির সংকট তীব্র হয়ে উঠছে।
ভারত দেশীয় ভোজ্যতেলের চাহিদার ৬০ শতাংশই পূরণ করে আমদানির মাধ্যমে। আমদানিনির্ভর হওয়ায় দেশটি চলমান সংকটে ভয়াবহ বিপাকে পড়েছে। ভারত বার্ষিক চাহিদার ৯০ শতাংশ অপরিশোধিত সূর্যমুখী তেল ইউক্রেন (৭০ শতাংশ) ও রাশিয়া (২০ শতাংশ) থেকে আমদানি করে। আমদানির গড় পরিমাণ দাঁড়ায় ২২-২৩ লাখ টনে। বাকিটুকু আর্জেন্টিনা ও অন্যান্য দেশ থেকে আমদানি করা হয়।
সম্মিলিতভাবে ইউক্রেন ও রাশিয়া ভারতের বাজারে প্রতি বছর ১০ লাখ টন অপরিশোধিত সূর্যমুখী তেল রফতানি করে। এছাড়া আর্জেন্টিনা দেশটিতে সাত লাখ টন রফতানি করে।
ইউক্রেনে হামলার কারণে রাশিয়ার প্রধান প্রধান ব্যাংকের ওপর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা আরোপ করেছে। বাদ দেয়া হয়েছে সুইফট সিস্টেম থেকেও। ফলে দেশটির সঙ্গে পণ্য বাণিজ্য কঠিন হয়ে পড়েছে।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













