মাগুরার মহম্মদপুরে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২ জন। রোববার দুপুরে উপজেলার কানুটিয়া এলাকায় মাগুরা-মহম্মদপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হচ্ছেন- ইজিবাইক চালক ও মহম্মদপুর উপজেলার অউনাড়া গ্রামের আব্দুর সালামের ছেলে রাব্বি মিয়া (৩০) এবং ইজিবাইকের যাত্রী ও একই উপজেলার ভাবনপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে জসিম মন্ডল (৩০)।
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক অমর প্রসাদ জানান, দুর্ঘটনায় রাব্বি মিয়া ও জসিম মন্ডল ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত অন্য দুইজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সানবিডি/এনজে