প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এ ‘পবিত্র কোরআন শিক্ষার উদ্দেশ্য ও পদ্ধতি’ শীর্ষক আলোচনা সভা ও মাসব্যাপী পবিত্র কোরআন শিক্ষা (প্রতিদিন সকাল ৮.৩০ থেকে ৯.৩০ মিনিট) এ কোর্সের উদ্বোধন সম্প্রতি কোম্পানির প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ ও সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আপেল মাহমুদ, এসিআইআই (ইউকে)।
আলোচনায় অংশগ্রহণ করেন শরীয়াহ্ কাউন্সিলের সদস্য সচিব মির্জা ওয়ালি উল্লাহ্, উত্তর বাড্ডা মুন্সি বাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ মাহবুবুর রহমান। উপস্থিত ছিলেন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আলোচনা শেষে কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের জন্য ‘মাসব্যাপী কুরআন শিক্ষা কোর্সের’ উদ্বোধন করা হয়।
এএ