হবিগঞ্জের বাহুবলে আলোচিত চার শিশু হত্যায় নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন রুবেল মিয়া। তিনি প্রথম দফায় গ্রেপ্তার হওয়া আবদুল আলীর ছেলে।
পুলিশ জানায়, আজ শুক্রবার বিকালে গ্রেপ্তার হওয়া রুবেল মিয়া, সিএনজিচালিত অটোরিকশাচালক বসির মিয়া ও আরজু মিয়াকে হবিগঞ্জের বিচারিক হাকিম-১ আদালতের বিচারক কৌশিক আহম্মদ খোন্দকারের আদালতে হাজির করা হয়। এ সময় রুবেল মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হন।
সন্ধ্যা ৭টা পর্যন্ত আদালতে রুবেল মিয়ার জবানবন্দি চলছিল। অন্যরাও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন বলে জানা গেছে। এর আগে পুলিশের সিলেট রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান বলেন, যাদের গ্রেপ্তার করা হয়েছে তাঁরা সবাই এই নির্মম হত্যাকাণ্ডে কমবেশি জড়িত।
প্রসঙ্গত, গত শুক্রবার নিখোঁজ হওয়া চার শিশুর লাশ পাঁচদিন পর বুধবার মাটির নিচে চাপা দেয়া অবস্থায় উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। আলোচিত এই শিশু হত্যার বিচার দ্রুতবিচার ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
সানবিডি/ঢাকা/আহো