টেস্ট ইতিহাসের অন্যতম লজ্জার পরাজয় বরণ করলো বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে মুমিনুল বাহিনীকে মাত্র ৫৩ রানে অলআউট করে দিয়ে ২২০ রানের বড় জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। যেভাবেই হোক ম্যাচে থাকতে হবে- বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ থেকে শুরু করে ড্রেসিংরুমের আবহও ছিল একইরকম। যে করেই হোক পঞ্চম দিন লড়াই করতে হবে। কিন্তু নিজেদের ভাবনা, আত্মবিশ্বাস মাঠের লড়াইয়ে মিলিয়ে গেল হতশ্রী ব্যাটিং পারফরম্যান্সে। সঙ্গে যোগ হলো ডারবানে সর্বনিম্ন রানে অলআউটের অস্বস্তিকর রেকর্ড।
ডারবানে পঞ্চম দিন মাত্র ৫৫ মিনিট খেলা হয়েছে। তাতেই তছনছ বাংলাদেশ। ২৭৪ রানের লক্ষ্য তাড়ায় চতুর্থ দিনের শেষ বিকেলে ১১ রান তুলতেই ৩ উইকেট হারায় অতিথিরা। হাতে ৭ উইকেট রেখে সোমবার আরও ২৬৩ রান তুলতে অভাবিত কিছু করতে হতো বাংলাদেশকে। কিন্তু কেশভ মহারাজের স্পিন বিষে নীল মুশফিক, লিটন, ইয়াসিররা। তার একেকটি ছোবলে স্রেফ অসহায় ব্যাটসম্যানরা।
২২ গজে যেন প্রতিযোগিতা লেগেছিল কে কার আগে সাজঘরে ফিরেবেন! ব্যাটিংয়ে মনোবল ছিল খুবই বাজে। তাতে শেষদিনে কোনো লড়াই করতে পারেননি ব্যাটসম্যানরা। মাত্র ৫৩ রানে অলআউট হয়ে ম্যাচটা হেরেছে ২২০ রানে। যা ডারবানের কিংসমেডে সর্বনিম্ন দলীয় রান। এর আগে ভারত ১৯৯৬ সালে মাত্র ৬৬ রানে অলআউট হয়েছিল। সেটাও ছিল ম্যাচের চতুর্থ ইনিংসে।