এবারের অনাস্থা প্রস্তাব খারিজের ব্যাপারে অভিযোগ তুলে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফ বলেছেন, ইমরান খান দেশ ও জাতির চেয়ে তার ইগোকে বেশি গুরুত্ব দেন। পাকিস্তানের অমর্যাদা ও সংবিধানের পবিত্রতা নষ্ট করার বিষয়ে তাকে জবাবদিহি করা হবে।
ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে নওয়াজ শরিফ এক টুইট বার্তায় এসব কথা বলেন।
এদিকে দলটির ভাইস প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যা মরিয়ম নওয়াজ শরীফ বলেছেন, পার্লামেন্টে বিরোধীদের অনাস্থা প্রস্তাব খারিজের ঘটনায় ইমরান খান এবং তার সহযোগীরা ষড়যন্ত্রকারী এবং রাষ্ট্রদ্রোহী।
মরিয়ম নওয়াজ শরীফ বলেন, ইমরান খানের বিরুদ্ধে উস্কানি দেয়া, সহিংসতা ছড়িয়ে দেয়া এবং রাষ্ট্রদ্রোহের মামলা হওয়া উচিত।
স্থানীয় মিডিয়ায় সূত্রের উদ্ধৃতি দিয়ে এর আগে রিপোর্টে বলা হয় আজকের অনাস্থা প্রস্তাবের ওপর ভোটকে কেন্দ্র করে রাজধানী ইসলামাবাদে সহিংসতা ছড়িয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন পিটিআই ও সরকার।
দুর্নীতির মামলায় দণ্ডিত পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ ২০১৯ সালের নভেম্বর থেকে লন্ডনে বসবাস করছেন। পাকিস্তানের সর্বোচ্চ আদালত তাকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করেছিল। আদালতের রায়ে তাকে দলীয় প্রধানের পদও ছাড়তে হয়। এখন তার ভাই শাহবাজ শরিফ পিএমএল-এনের প্রেসিডেন্ট, গতকাল ভেঙে দেওয়া দেশটির জাতীয় পরিষদের বিরোধী নেতা ছিলেন।