বর্তমান বিশ্বের শীর্ষ সামরিক শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র। আর তার পরই অবস্থান রাশিয়ার। সামরিক শক্তির ভিত্তিতে প্রতি বছর র্যাঙ্কিং করা প্রতিষ্ঠান ‘গ্লোবাল ফায়ারপাওয়ার’ এ তথ্য জানিয়েছে।
গ্লোবাল ফায়ারপাওয়ার বিশ্বের বেসামরিক শক্তিধর ১১টি দেশের একটি তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে চীন, চতুর্থ ভারত, পঞ্চম যুক্তরাজ্য, ষষ্ঠ ফ্রান্স, সপ্তম দক্ষিণ কোরিয়া, অষ্টম জার্মানি, নবম জাপান, দশম তুরস্ক এবং একাদশ ইসরায়েল। সামরিক শক্তি মূল্যায়নের ক্ষেত্রে বিভিন্ন যুদ্ধাস্ত্র, সারঞ্জাম ও প্রতিরক্ষা খাতে ব্যয়ের হিসাবে নিয়েছে গ্লোবাল ফায়ারপাওয়ার। তবে পারমাণবিক অস্ত্রের হিসাব ধরা হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ট্যাংক রয়েছে আট হাজার ৮০০টি, যুদ্ধবিমান রয়েছে ১৩ হাজার ৪০০টি, আর যুদ্ধ জাহাজ ৪৩৭টি। রাশিয়ার ট্যাংক যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি। দেশটির ট্যাংক সংখ্যা ১৫ হাজার ৪০০টি। এ ছাড়া যুদ্ধ বিমান রয়েছে তিন হাজার ৫০০টি, যুদ্ধ জাহাজ ৩৫২টি।
চীনের ট্যাংক নয় হাজার ২০০টি, যুদ্ধবিমান তিন হাজার ৯০০টি, আর যুদ্ধ জাহাজ ৬৭৩টি। ভারতের ট্যাংক রয়েছে ছয় হাজার ৫০০টি, যুদ্ধবিমান রয়েছে দুই হাজারটি, আর যুদ্ধজাহাজ ২০০টি।
যুক্তরাজ্যের ট্যাংক রয়েছে ৪০০টি, যুদ্ধবিমান রয়েছে ৯০০টি, আর যুদ্ধ জাহাজ ৬৬টি। ফ্রান্সের ট্যাংক রয়েছে ৪০০টি, যুদ্ধবিমান রয়েছে এক হাজার ৩০০টি, আর যুদ্ধ জাহাজ ১১৩টি।
দক্ষিণ কোরিয়ার ট্যাংক রয়েছে দুই হাজার ৪০০টি, যুদ্ধবিমান রয়েছে এক হাজার ৫০০টি, আর যুদ্ধ জাহাজ ১৬৬টি। জার্মানির ট্যাংক রয়েছে ৪০০টি, যুদ্ধবিমান রয়েছে ৭০০টি, আর যুদ্ধ জাহাজ ৮১টি।
জাপানের ট্যাংক রয়েছে ৭০০টি, যুদ্ধবিমান রয়েছে এক হাজার ৬০০টি, আর যুদ্ধ জাহাজ ১৩১টি। তুরস্কের ট্যাংক রয়েছে তিন হাজার ৮০০টি, যুদ্ধবিমান রয়েছে এক হাজারটি, আর যুদ্ধ জাহাজ ১১৫টি এবং ইসরায়েলের ট্যাংক রয়েছে চার হাজার ২০০টি, যুদ্ধবিমান রয়েছে ৭০০টি, আর যুদ্ধ জাহাজ ৬৬টি।
রাশিয়া বিয়োন্ড দ্য হেডলাইন (আরবিটিএইচ) নামের একটি সংবাদমাধ্যম গ্লোবাল ফায়ারপাওয়ারের তথ্য তুলে ধরেছে। সেখানে দেখা যায়, বিশ্বে প্রতিরক্ষা খাতে প্রতি অর্থবছর সবচেয়ে বেশি ব্যয় করে যুক্তরাষ্ট্র। এ ক্ষেত্রে দ্বিতীয় চীন।
এনবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের ব্যয় নিয়ে নিরপেক্ষ প্রতিষ্ঠান পিটার জি পিটারসন ফাউন্ডেশন তথ্য প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, ২০১৫ সালে ৬১ হাজার কোটি ডলার ব্যয় করেছে। তবে গত বছর চীন, রাশিয়া, সৌদি আরব, ফ্রান্স, যুক্তরাজ্য, ভারত ও জার্মানি মিলে ওই একই পরিমাণ অর্থ দেশগুলোর প্রতিরক্ষা খাতে ব্যয় করেছে।
সানবিডি/ঢাকা/আহো