কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প ছেড়ে পালিয়ে যাওয়ার সময় ১৩৬ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। সোমবার (৪ এপ্রিল) ভোর ৫টায় উখিয়া থানার সামনে পুলিশ চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।
তারা সবাই উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা শিবিরের বাসিন্দা বলে জানা গেছে। আটককৃতদের পরে আইনি প্রক্রিয়া শেষে ট্রানজিট ক্যাম্পে প্রেরণ করা হয়েছে৷
উখিয়া থানার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ সোমবার ভোরে ১৩৬ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। পরে তাদেরকে আইনি-প্রক্রিয়া শেষে ট্রানজিট ক্যাম্পে স্থানান্তর করা হয়৷