আমেরিকার পুঁজিবাজারে বইছে সুবাতাস। বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশটির পুঁজিাবাজরে বেড়েছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম। একই সাথে সূচক রয়েছে উর্ধ্বগতি।
সোমবার (৪ এপ্রিল) মার্কেট ওয়াচ’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এর সূচক বেড়েছে ৫ পয়েন্ট। দিন শেষে ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এর সুচক ৩৪৭২৩ পয়েন্টে অবস্থান করছে। এসএন্ডপি-৫০০ এর সূচক বেড়েছে ০.১৪ শতাংশ বা ৬.২৫ পয়েন্ট। দিন শেষে এসএন্ডপি-৫০০ এর সূচক অবস্থান ছিল ৪৫৪৬ পয়েন্ট। নাসডিক ১০০ এর সূচক বেড়েছে ০.২৭ শতাংশ বা ৪৮.৫ পয়েন্ট। দিন শেষে নাসডিক ১০০ এর অবস্থন ছিল ১৪৯১২ পয়েন্ট।
এদিকে বেইজিং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার অডিট বিরোধের একটি মূল স্টিকিং পয়েন্ট অপসারণ করতে চাওয়ায় চীনা প্রযুক্তির শেয়ারগুলোর দাম বেড়েছে। বেইজিং এর সাথে আমেরিকান স্টক এক্সচেঞ্জ এর বিরোধ নিষ্পত্তিতে বিনিয়োগকারিদের মধ্যে নেমে এসছে স্বস্থির নিঃশ্বাস।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
এএ