নড়াইলে পরিবহন চালক মিলন পোদ্দার ও বদিয়ার রহমান নামে দুই মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত মিলন পোদ্দার নড়াইল সদর থানার বাডাঙ্গা গ্রামের গোবিন্দ পোদ্দারের ছেলে এবং বদিয়ার রহমান সদরের পাইকমারী গ্রামের কাজী বারব আলীর ছেলে। ৫ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন।
আদালত জানান, ২০১৩ সালের ১৯ মার্চ রাতে লোহগাড়ার কালনা ফেরিঘাটে যানবাহন তল্লাশি চলে। ঢাকাগামী ঈগল পরিবহনের চেয়ার কোচের ড্রাইভারের সিটের নিচে থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। ব্যাপক তল্লাশিতে গাড়ির হাওয়া ট্যাংকের ওপরে বিশেষভাবে বেঁধে রাখা দুটি কালো ব্যাগে ১১৮ বোতলসহ মোট ১২৯ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ। তরল এই ফেসডিলের ওজন প্রায় ১৭ কেজি। জালক মিলন আটক হলেও সহকারী পালিয়ে যায়। মিলনসহ অন্যদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ তদন্ত শেষে দুই মাদক কারবারির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ছয়জন স্বাক্ষীর সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
সানবিডি/এনজে