সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জেএমআই হসপিটাল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৭ শতাংশ। কোম্পানিটি ২৬ বারে ১ হাজার ৪৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা এডিএন টেলিকমের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ৭৪ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৬৩৪ বারে ১৫ লাখ ২৮ হাজার ৯৫৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ৪৯ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ০৫ শতাংশ। কোম্পানিটি ১৫৫ বারে ১৯ হাজার ২৬২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩৯ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লাফার্জহোলসিমের ২.৮৬ শতাংশ, বিকন ফার্মার ২.২৪ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ামের ২.১০ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ১.৯০ শতাংশ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ১.৬১ শতাংশ, সী পার্লের ১.৪৮ শতাংশ এবং রংপুর ফাউন্ড্রির শেয়ার দর ১.৩৮ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস