সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৫টি কোম্পানির ৪২ কোটি ৮৯ লাখ ৩১ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে থাকা জেনেক্স ইনফোসিসের ৬ কোটি ৯৫ লাখ ৮৫ হাজার টাকার। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন থাকা ফরচুন সুজের ৬ কোটি ৪৩ লাখ ৯৮ হাজার টাকার ও তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে আইপিডি ফাইন্যান্সের ৬ কোটি ৪ লাখ ৯৬ হাজার টাকার।
এছাড়া, এইচআর টেক্সটাইলের ৪ কোটি ৪৭ লাখ ৪৫ হাজার টাকার, ইসলামী ব্যাংকের ২ কোটি ৯৯ লাখ ৩০ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেডের ১ কোটি ৯৯ লাখ ১৭ হাজার টাকার, লাভেলো আইসক্রিমের ১ কোটি ৬৭ লাখ ৩৫ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ১ কোটি ৫১ লাখ ৬ হাজার টাকার, ইবনেসিনা ফার্মার ১ কোটি ৫০ লাখ টাকার, আলহাজ টেক্সটাইলের ১ কোটি ৪৬ লাখ ২ হাজার টাকার, মোজাফফর হোসেন স্পিনিংয়ের ১ কোটি ৩ লাখ ৫৭ হাজার টাকার, প্রাইম লাইফ ইন্সুরেন্সের ৮৯ লাখ ৩৮ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ৭৫ লাখ ২০ হাজার টাকার, পদ্মা লাইফ ইন্সুরেন্সের ৬০ লাখ ৪৮ হাজার টাকার, সায়হাম টেক্সটাইলের ৫৮ লাখ ৬৮ হাজার টাকার, প্রভাতী ইন্সুরেন্সের ৫৭ লাখ ৭২ হাজার টাকার, সি পারলের ৫৬ লাখ ৭৬ হাজার টাকার, প্রগতি ইন্স্যুরেন্সের ৩৭ লাখ ৪৬ হাজার টাকার, আমান ফিড ৩৬ লাখ ৩০ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৩২ লাখ ৯২ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ৩১ লাখ ৬০ হাজার টাকার, ডেল্টা লাইফ ২৯ লাখ ৮০ হাজার টাকার, ব্যাংক এশিয়ার ২২ লাখ টাকার, এডিএন টেলিকমের ২১ লাখ ২৩ হাজার টাকার, সোনালী পেপারের ১০ লাখ ৫৬ হাজার টাকার, এশিয়া ইন্সুরেন্সের ৮ লাখ ৭৪ হাজার টাকার, ডরিন পাওয়ারের ৭ লাখ ২৫ হাজার টাকার, আমরা টেকনোলজির ৭ লাখ ৯ হাজার টাকার, অ্যাডভেন্ট ফার্মার ৫ লাখ ৮৬ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৫ লাখ ৫২ হাজার টাকার, এসকে ট্রিমের ৫ লাখ ৩৬ হাজার টাকার, জিপিএইচ ইস্পাতের ৫ লাখ ৩৩ হাজার টাকার, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৫ লাখ ৩২ হাজার টাকার, ডেল্টা স্পিনিংয়ের ৫ লাখ ৫ হাজার টাকার, বিডিকমের ৫ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস