সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক আইন মেনে চলতে ব্যর্থ হওয়ায় রাশিয়ান তিন কূটনীতিককে বহিষ্কার করা হবে। এর আগেও ইউরোপীয়ান বেশ কয়েকটি দেশ রাশিয়ান কূটনীতিকদের বহিষ্কার করেছিল।
মঙ্গলবার ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান নিয়ে দেওয়া লাইভ আপডেটে এই তথ্য জানায় কাতারভিত্তিক আল-জাজিরা।
সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান লিন্ডে সাংবাদিকদের বলেন, সুইডেনে ওই তিন ব্যক্তির কাজ ভিয়েনা কনভেনশন অনুযায়ী হচ্ছিল না।
এর আগে আয়ারল্যান্ড, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও চেক রিপাবলিক মোট ৪৩ কূটনীতিককে বহিষ্কার করে।