বর্তমানে বিশ্বের শীর্ষ তামা উত্তোলনকারী দেশ চিলি। এখানকার খনিগুলোয় নিম্নমানের আকরিক ও পানি সংকটে ফেব্রুয়ারিতে কমেছে ধাতুটির উত্তোলন। ফেব্রুয়ারিতে শুধু একটি কোম্পানি উত্তোলন বাড়াতে সক্ষম হয়েছে।
দেশটির সরকারি সংস্থা চিলিয়ান কপার কমিশন (কোচিলকো) সম্প্রতি এ তথ্য জানিয়েছে।
এ বিষয়ে কোচিলকো জানায়, ফেব্রুয়ারিতে দেশটিতে তামা উত্তোলন গত বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৫ শতাংশ কমেছে। এ সময় উত্তোলন করা হয়েছে ৩ লাখ ৯৪ হাজার টন তামা। রাষ্ট্রায়ত্ত কপার জায়ান্ট কোডেলকোর উত্তোলন গত বছরের একই সময়ের তুলনায় দশমিক ৭ শতাংশ বেড়েছে। উত্তোলনের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ২৩ হাজার ৬০০ টনে। বিশ্বের সবচেয়ে বেশি তামা মজুদ রয়েছে চিলির এসকনডিডা খনিতে। খনিটি পরিচালনা করে বিএইচপি। ফেব্রুয়ারিতে খনিটিতে তামা উত্তোলন গত বছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ৩ শতাংশ কমেছে।
সানবিডি/এনজে