সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জেএমআই হসপিটাল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি ২৬ বারে ১ হাজার ২২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা কাট্টালি টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ০৯ শতাংশ। কোম্পানিটি ৭৫৫ বারে ৪১ লাখ ৩৮ হাজার ৭৫৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৫ কোটি ৫২ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা বিবিএস ক্যাবলসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ২৩ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৪০৯ বারে ২২ লাখ ৮০ হাজার ৯৯০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৩ কোটি ৫৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের ৪.৭৭ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ৩.৩১ শতাংশ, ই-জেনারেশনের ৩.০৭ শতাংশ, সান লাইফ ইন্সুরেন্সের ২.৯৬ শতাংশ, আইটি কনসালট্যান্টসের ২.৯০ শতাংশ, লাভেলো আইসক্রিমের ২.৫২ শতাংশ ও কপারটেকের ২.৪৪ শতাংশ দর বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস