জিডিটি নিলামে ফের কমেছে দুগ্ধপণ্যের দাম
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-০৭ ০৮:৪১:৫৫

গ্লোবাল ডেইরি ট্রেডের (জিডিটি) সর্বশেষ নিলামে টানা দ্বিতীয়বারের মতো কমল দুগ্ধপণ্যের মূল্যসূচক। প্রধান ভোক্তা অঞ্চল এশিয়ায় চাহিদা কমায় এতে প্রধান ভূমিকা রেখেছে। বিশেষ করে চীন লকডাউনের কারণে এসব পণ্যের বাজার স্থবির হয়ে পড়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্টরা বলছেন, একটি নির্দিষ্ট সময় ধরে চলা শুষ্ক আবহাওয়ার পর নিউজিল্যান্ডের খামারিরা দুধ দোহন বন্ধ রেখেছেন। এ কারণে নিলামে দুগ্ধপণ্য তোলা হয়েছে স্বল্প পরিমাণে। পণ্যগুলোর চাহিদা কম থাকায় অংশগ্রহণকারীরা কম দাম হেঁকেছেন। এটিও বিশ্ববাজারে দুগ্ধপণ্যের দাম কমে আসার ইঙ্গিত দিচ্ছে।
সর্বশেষ জিডিটি নিলামে প্রতি টন দুগ্ধপণ্যের গড় মূল্য দাঁড়িয়েছে ৪ হাজার ৯৮১ ডলারে। গত নিলামের তুলনায় দাম ১ শতাংশ কমেছে। নিলামে সর্বোচ্চ ২৩ হাজার ৪৬০ টন দুগ্ধপণ্য সরবরাহ করা হয়। এর মধ্যে বিক্রি হয়েছে ২১ হাজার ৫১১ টন। নিলামে ১৫৯ জন ব্যবসায়ী ও প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে জয়ী হয়েছেন ১০১ জন।
জিডিটি মূল্যসূচক অনুযায়ী, ননিযুক্ত গুঁড়ো দুধের দাম ১ দশমিক ৫ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য দাঁড়িয়েছে ৪ হাজার ৫৩২ ডলারে। অন্যদিকে প্রতি টন মাখন বিক্রি হয়েছে ৬ হাজার ৮৯১ ডলারে। আগের নিলামের তুলনায় দাম কমেছে দশমিক ৬ শতাংশ। অ্যানহাইড্রাস মিল্ক ফ্যাটের দাম ২ দশমিক ৫ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৬ হাজার ৯০৮ ডলারে। ল্যাকটোজের দামও দশমিক ৬ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৫৯৮ ডলারে।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













