
৮ দশমিক ৬ শতাংশ বেড়েছে ভারতের কয়লা উত্তোলন
ভারতে বিদায়ী অর্থবছরে কয়লা উত্তোলন ৮ দশমিক ৬ শতাংশ বেড়েছে। উত্তোলনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৭ কোটি ৭২ লাখ টনে। দেশটির সরকার সম্প্রতি এ তথ্য জানিয়েছে।
এ বিষয়ে খাতসংশ্লিষ্টরা জানান, নভেল করোনাভাইরাস মহামারীজনিত বিধিনিষেধ শিথিল করে দেয়ার পর ভারতের অর্থনীতিতে গতি ফিরতে শুরু করে। এ কারণে কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রগুলোয় জ্বালানিটির চাহিদা ঊর্ধ্বমুখী হয়ে ওঠে।
সরকারি তথ্য বলছে, ২০২১-২২ অর্থবছরে কয়লার সরবরাহ ১৮ দশমিক ৪ শতাংশ বেড়েছে। সরবরাহের পরিমাণ দাঁড়িয়েছে ৮১ কোটি ৮০ লাখ টনে। স্থানীয় সরবরাহ উত্তোলনকে ৫ দশমিক ২ শতাংশ ছাড়িয়ে গিয়েছে।
সানবিডি/ এনজে