ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ওপর নিথর মরদেহটি পড়ে আছে। পেট বরাবর চলে গেছে ট্রেনের ধাতব চাকা। চারদিকে কৌতূহলী মানুষের ভিড়। স্থানীয় সূত্রে খবর পেয়ে মরদেহ উদ্ধারে আসে জিআরপি থানা পুলিশ।
শুক্রবার রাতে নগরীর দেওয়ানহাট-আমবাগান এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
জিআরপি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল আলিম জানান, আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবকের পরনে প্যান্ট ও গায়ে গেঞ্জি রয়েছে।
জিআরপি থানা পুলিশ ধারণা করছে, রাত সাড়ে সাতটার দিকে সিলেটগামী জালালাবাদের নিচে পড়েই যুবকটির মৃত্যু হয়েছে।
নিহত যুবকের মরদেহ উদ্ধার করে জিআরপি থানায় আনার পর চট্টগ্রাম মেডিক্যার কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান এএসআই আবদুল আলিম।