ইসরাইলের তেলআবিবে বন্দুকধারীর গুলিতে অন্তত ২ জন নিহত হয়েছেন। ওই ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার গুলি চালানোর কয়েক ঘণ্টা পরও বন্দুকধারীকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়েছে, শত শত ইসরাইলি পুলিশ ও সেনাবাহিনীর বিশেষ বাহিনী মধ্য তেলআবিবে ব্যাপক অনুসন্ধান চালিয়েছে। ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাগুলোর বিল্ডিং তল্লাশি করছে।
তেল আবিবের পুলিশ কমান্ডার আমিচাই এশেদ বলেন, বন্দুকধারী রাত ৯টার দিকে একটি জনাকীর্ণ বারে গুলি চালায়। তার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আমাদের অনুমান, হামলাকারী এখনো আশপাশেই রয়েছে।
ইসরাইলের জাতীয় জরুরি বিভাগ ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, তারা তেল আবিব শহরের কেন্দ্রস্থলে ‘বেশ কয়েকটি স্থানে’ গুলি চালানোর খবর পেয়েছে। ডিজেনগফ স্ট্রিটে অন্তত একটি হামলা হয়েছে।
ইচিলভ মেডিকেল সেন্টারের কর্মকর্তাদের বরাত দিয়ে টাইমস অব ইসরাইল জানিয়েছে, আহতদের মধ্যে দুজন মারা গেছে। ওই হাসপাতালে আরও আটজনের চিকিৎসা চলছে। যাদের মধ্যে চারজনের অবস্থা ‘আশঙ্কজনক’।