সুন্দরবনের নদী-খালে বিষ প্রয়োগ করে মাছ শিকার চক্রের মূল হোতাসহ ১২ জনকে আটক করেছে র্যাব-৬। বৃহস্পতিবার মধ্যরাতে মোংলার জাপসি নদী থেকে তাদেরকে আটক করা হয়।
র্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল মো. মোস্তাক আহমেদ শুক্রবার দুপুরে র্যাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোংলার জাপসি নদীর গোলের খালের মুখে অভিযান পরিচালনা করা হয়। এ সময় র্যাব সদস্যরা দেখতে পায় যে খালের পানিতে অসংখ্য মাছ মরে ভেসে আছে এবং কয়েকটি নৌকা থেকে ভেসে থাকা মাছগুলো নৌকায় তোলা হচ্ছে। নৌকায় থাকা মৎস্য শিকারীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে নৌকা চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র্যাব সদস্যরা বোট যোগে ধাওয়া করে বিষ প্রয়োগ করে মাছ শিকার চক্রের মূলহোতা মোঃ সাদ্দাম বৈদ্যসহ ১২ জনকে আটক করে।
আটক অন্যরা হলেন-শফিকুল ইসলাম বৈদ্য, জাকির হোসেন, খায়রুল মোড়ল, আবদুস সালাম গাজী, বাচ্চু সানা, আবু সাইদ সরদার, নাজমুল সরদার, আবুল হোসেন গাজী, শাহজাহান শেখ, সালাম সানা ও ইকরামুল সরদার।
এ সময় তাদের কাছ থেকে মাছ মারার ৬ বোতল বিষ, ৪টি জাল, ৫টি নৌকা, বিষ প্রয়োগের মাধ্যমে শিকার করা ৪০০ কেজি মাছ ও ৫টি টর্চ লাইট উদ্ধার করা হয়। তাদেরকে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
এএ