বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সিলেট অফিসের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও হয়রানির অভিযোগ এনে তাদের প্রত্যাহারের দাবীতে সিলেটে কর্মবিরতি পালন করবেন পরিবহন শ্রমিকরা।
শুক্রবার (৮ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রোববার (১০ এপ্রিল) থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টস্থ জেলা বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের এক জরুরি সভায় এই কর্মসূচির সিদ্ধান্ত নেয়া হয়।
সিলেট জেলা বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন বলেন, ‘বিআরটিএ সিলেটের এডি সানাউল হক ও রেকর্ড রুমের দেলোয়ারকে সিলেট থেকে প্রত্যাহার করতে হবে।’
তিনি আরও বলেন, ‘দুই কর্মকর্তাকে প্রত্যাহার না করা হলে রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সিলেটে পরিবহন ধর্মঘট পালন করা হবে।’
এএ