রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া থেকে কয়লা আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জাপান। স্থানীয় সময় শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। এ সময় আট রুশ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণার কথাও জানান তিনি। খবর রয়টার্স।
এই সংবাদ সম্মেলনে কিশিদা বলেন, ইউক্রেনের বেসামরিক নাগরিকদের হত্যা এবং পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা করার মাধ্যমে রাশিয়া বার বার আন্তর্জাতিক মানবিক আইন ভঙ্গ করেছে। এগুলো অমার্জনীয় যুদ্ধাপরাধ। এ অবস্থায় জাপান ইউক্রেনের পাশে আছে।
যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তাল মিলিয়ে জাপানও রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে চলেছে। গত এক সপ্তাহে কয়লা আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ ছাড়াও রুশ ব্যাংক ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই কন্যাসহ বিভিন্ন ব্যক্তির সম্পদ জব্দ করেছে দেশটি।
এর আগে ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ওপর রাশিয়ার হত্যাযজ্ঞোর নিন্দা ও হত্যার প্রতিবাদ হিসেবে আট কূটনীতিক ও বাণিজ্য প্রতিনিধিকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সানবিডি/এনজে