বাংলাদেশ সরকার দক্ষিণ এশিয়ার একটি দেশ এবং প্রতিবেশি হিসেবে পাকিস্তানের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিকে পর্যবেক্ষণে রেখেছে।
আজ রবিবার (১০ এপ্রিল) নিজ দফতরে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এ কথা জানান।
এ সময় তিনি বলেন, ‘এটি তাদের আভ্যন্তরীণ বিষয় এবং এ নিয়ে আমার কোনও মন্তব্য নেই। তবে আমরা তাদের পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছি।’
উল্লেখ্য, পাকিস্তানের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে শনিবার দিবাগত মধ্যরাতে অনাস্থা ভোটাভুটিতে ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব হারিয়েছেন।
সানবিডি/এনজে