সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে পূবালী ব্যাংক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৫৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৮ বারে ১ লাখ ৩ হাজার ৬৯৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৭ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে জিবিবি পাওয়ারের শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮৫৬ বারে ১৫ লাখ ১১ হাজার ৫১৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৪৬ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ব্যাংক এশিয়ার শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৯৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪ বারে ১ হাজার ৫১০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- সিঅ্যান্ডএ টেক্সটাইলের ১.৯২ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ১.৯০ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ১.৮৮ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ১.৮৭ শতাংশ, বিবিএস কেবলসের ১.৮৫ শতাংশ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ১.৮৫ শতাংশ এবং জিল বাংলা সুগারের শেয়ার দর ১.৮২ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস