ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে খেলতে গিয়ে পানিতে ডুবে রোজা মনি (৫) ও নুসাইবা (৬) নামে দুই চাচাত বোনের মৃত্যু হয়েছে।
রোজা মনি নবীনগর পৌরসভার মাঝিকাড়া এলাকার আনোয়ার হোসেন মেয়ে ও নুসাইবা একই এলাকার মনির হোসেনের মেয়ে। তারা সম্পর্কে চাচাত বোন।
রোববার (১০ এপ্রিল) সকাল ১১টার দিকে নবীনগর পৌর এলাকার নবীনগর সরকারি কলেজের পুকুরে ডুবে তারা মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ বলেন, সকাল ১১ টার দিকে নবীনগর সরকারি কলেজ মাঠে রোজা মনি ও নুসাইবা অন্যান্য শিশুদের সাথে খেলা করছিলো। কোন এক ফাঁকে সবার অজান্তে শিশু দুটি কলেজ মাঠের পাশের পুকুরে পড়ে যায়। পরে স্বজনরা খোঁজাখুজি শুরু করলে এক পর্যায়ে শিশু দুটির লাশ পানিতে ভেসে ওঠে। পরে স্বজনরা তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি জানান, পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ বা আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।