ইনিংসের দ্বিতীয় বলেই ইবাদত হোসেন চৌধুরিকে পয়েন্টে কাট করেন আরউই। সেখানে দাঁড়ানো মিরাজ বুঝতেই পারেননি বল কোন দিকে যাচ্ছে। বল এসে আঘাত করে পাঁজরে। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন মাটিতে। পরে স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। সহজ ক্যাচতো মিস হলো উলটো মিরাজকেও উঠে যেতে হল।
বোঝাই যাচ্ছিল মারাত্মক আহত হয়েছেন। পরে স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। টিভি স্ক্রিনে দেখা গেছে বল পড়ার জায়গায় কালো দাগ পড়ে গেছে। মিরাজকেও ব্যথার যন্ত্রণা নিয়ে কাঁদতে দেখা যায়।
দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ টেস্ট সিরিজের তৃতীয় দিনে ঘটেছে এমন ঘটনা। সাধারণ উচ্চতায় বল এলেও দেখতে পাননি মিরাজ। কেন বল দেখতে পারলেন না? ক্রিকবাজ জানাচ্ছে, লাইটের কারণে হতে পারে এমনটি। ক্রিকইনফো বলছে, বলটা ক্যাচ ধরার উচ্চতায় থাকলেও ব্যাকগ্রাউন্ডের জন্য সমস্যা হতে পারে মিরাজের।