সামরিক সক্ষমতা বাড়াতে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের নতুন করে নিয়োগ দিচ্ছে রাশিয়া। রোববার ব্রিটিশ সামরিক গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। প্রথম দিকে ইউক্রেনের রাজধানীর আশেপাশের এলাকাসহ বেশ কিছু অঞ্চল দখল করে রুশ বাহিনী। পরে ইউক্রেনীয় বাহিনীর পাল্টা হামলায় কিছু এলাকা থেকে পিছু হটতে বাধ্য হয় রুশ সেনারা। ইউক্রেনের দেওয়া তথ্য অনুযায়ী, পাল্টা হামলায় রাশিয়ার প্রায় ১৯ হাজার সেনা নিহত হয়েছে।
ব্রিটিশ প্রতিরক্ষা দপ্তর এক টুইটে জানিয়েছে, বিপুল সংখ্যক সেনা হারানোর পর ২০১২ সালে অবসরে যাওয়া সেনাদের পুনরায় নিয়োগ দিচ্ছে রাশিয়া। লড়াইয়ের সক্ষমতা বাড়ানোর জন্য মলডোভার ট্রান্সনিস্ট্রিয়া অঞ্চল থেকেও সেনাবাহিনীর নতুন সদস্য নিয়োগের চেষ্টা চালিয়ে যাচ্ছে মস্কো।