দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন ট্রেক বিএনবি সিকিউরিটিজের আনুষ্ঠানিক উদ্বোধন ১২ এপ্রিল (সোমবার)। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করবেন।
কোম্পানি সূত্র মতে, নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে পুঁজিবাজার সম্প্রসারণের জন্য কাজ করছে। এরই অংশ হিসেবে নতুন ট্রেক ও বিভিন্ন ব্রোকারেজ হাউজের শাখা এবং ডিজিটাল বুথ খোলার অনুমোদন দিচ্ছে বিএসইসি। নতুন ট্রেকের মধ্যে প্রথম ধাপে অনুমোদন পায় বিএনবি সিকিউরিটিজ। নিয়ন্ত্রক সংস্থার সকল কার্যক্রম শেষে গত ৪ এপ্রিল বিএনবি সিকিউরিটিজের লেনদেন শুরু করে। আর আগামী কাল আনুষ্ঠানিকভাবে ব্যবসায়িক কার্যক্রম চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
বিএনবি সিকিউরিটিজের স্টক ব্রোকার রেজিস্ট্রেশন সার্টিফিকের নম্বর হচ্ছে : ৩.১/ডিএসই-২৭১/২০২২/৫৮৯ এবং স্টক ডিলার রেজিস্ট্রেশন সার্টিফিকের নম্বর হচ্ছে : ৩.১/ডিএসই-২৭১/২০২২/৫৯০। গত ৩ ফেব্রুয়ারি কোম্পানিটিকে এই সনদ প্রদান করা হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর