কিছুদিন আগে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ঘোষণা দিয়েছিলো তাদের পরবর্তী ছবি ‘বাদশা’তে নায়ক থাকবেন কলকাতার সুপারস্টার জিৎ। এবং এ ছবিতে জিতের নায়িকা হিসেবে থাকবেন জলি। কিন্তু ক’দিন পর জানানো হয় জলি নয়; জিতের সঙ্গে বাদশা ছবিতে কাজ করবেন নুসরাত ফারিয়া।
সবকিছুই ঠিক ছিলো। তবে এবার শোনা যাচ্ছে নতুন গুঞ্জন। ফারিয়াকে সরিয়ে এই ছবিতে নায়িকা হিসেবে ড্রিম গার্ল মাহিয়া মাহিকে চাইছে জাজ। বিষয়টি অনেকটা চূড়ান্ত হয়েই গেছে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানা গেছে জাজের ঘনিষ্ঠ সূত্র। আশা করা হচ্ছে এই ছবি দিয়েই মান-অভিমানের পালা শেষ হবে জাজ-মাহির।
সূত্র বলছে, জাজ কর্ণধার আবদুল আজিজ নুসরাত ফারিয়াকে জিতের সঙ্গে নিতে অাগ্রহী নন। তিনি মাহিকে চাইছেন। কারণ মাহি অভিনীত প্রায় সবগুলো ছবিতে টাকা লগ্নি করে লাভবান হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। এদিকে সর্বশেষ দুটি ছবিতে ফারিয়া ব্যর্থ হয়েছেন হলে দর্শক টানতে। এমনকি ধারণা করা হচ্ছে ওমের সঙ্গে তার শেষ ছবিটিও ব্যবসার বাজারে মুখ থুবড়ে পড়বে ফারিয়ার জন্যই।
তবে সূত্র এও দাবি করেছে যে- জিতের বিপরীতে কাজ করতে রাজি হচ্ছেন না মাহি। কারণ হিসেবে তিনি বলছেন, জাজ তাকে অনেক অবহেলা করেছে। তার নামে অনেক বাজে কথা বাজারে ছড়িয়েছে। এখন ব্যবসার স্বার্থে আবারো তাকে ঘরে ফেরাতে চাইছে। তাছাড়া একজন অভিনেত্রী হয়ে আরেকজন অভিনেত্রীর সঙ্গে রেষারেষিতে জড়াতে চান না তিনি। নতুন কোনো ছবির প্রস্তাব এলে হয়তো ভেবে দেখবেন।
এ বিষয়ে জানার জন্য আবদুল আজিজের সাথে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে মুখ খুলেননি মাহিও। শেষ পর্যন্ত জিতের ভাগ্যে মাহি নাকি ফারিয়া? কিংবা কে আসবেন বাদশার বেগম হয়ে- সেটাই দেখার অপেক্ষায় সবাই।
সানবিডি/ঢাকা/রাআ