সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জেএমআই হসপিটাল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। কোম্পানিটি ১৫৭ বারে ৭ হাজার ২২১টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা প্রাইম ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ১১ শতাংশ। কোম্পানিটি ২১৫ বারে ৬৪ হাজার ৯১২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫৪ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ওয়াইম্যাক্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ১০ শতাংশ। কোম্পানিটি ৮০৭ বারে ৯ লাখ ৯১ হাজার ৮০৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- নর্দার্ন ইন্স্যুরেন্সের ৪.৭৪ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্সের ৪.১৩ শতাংশ, সোনালী পেপারের ৪.১১ শতাংশ, বিডি থাই ফুডের ৩.৬২ শতাংশ, আসিবি অগ্রণী-১ম মিউচুয়াল ফান্ডের ৩.২৯ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ামের ৩.০১ শতাংশ এবং ভিএএম এলআরবিবিএফ মিউচুয়াল ফান্ডের ২.৭৭ শতাংশ দর বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস