চীনে এক সপ্তাহের ব্যবধানে কিছুটা বেড়েছে আকরিক লোহার চাহিদা ও আমদানি। বাজার বিশ্লেষকরা বলছেন, চীনের সব প্রদেশে করোনাভাইরাসের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করলে দেশটির সরকার কঠোর লকডাউন জারি করে। লকডাউনে দেশটিতে নির্মাণ ও উৎপাদন শিল্প খাতে ইস্পাতের চাহিদা কমে যায়। ফলে ধাতুটির কাঁচামাল আকরিক লোহার চাহিদাও দুর্বল হয়ে পড়ে। এ কারণে ৩ এপ্রিল শেষ হওয়া সপ্তাহে ধাতুটির আমদানি গত বছরের একই সময়ের তুলনায় কমেছে। তবে মহামারী ও লকডাউন পরিস্থিতি কিছুটা শিথিল হওয়ায় এক সপ্তাহের ব্যবধানে আমদানি বেড়েছে।
এ বিষয়ে সাংহাই মেটাল মার্কেটের (এসএমএম) দেয়া তথ্যানুযায়ী, ২৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত চীনের বন্দরগুলোয় ৬৭টি জাহাজে করে ১ কোটি ৪ লাখ ৫০ হাজার টন আকরিক লোহা এসেছে। এক সপ্তাহের ব্যবধানে আমদানি ৭ লাখ ৩০ হাজার টন বেড়েছে। তবে গত বছরের একই সময়ের তুলনায় আমদানি ৮ লাখ ৪০ হাজার টন কমেছে।
সানবিডি/এনজে