কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে আজ রিয়াল মাদ্রিদের বিপক্ষে লড়বে চেলসি। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।
চেলসির মাঠে প্রথম লেগে করিম বেনজিমার হ্যাটট্রিকে ৩-১ গোলের জয়ে চনমনে মেজাজে রয়েছে রিয়াল মাদ্রিদ। তবে আনন্দে গা ভাসাতে চান না দলের মিডফিল্ডার ক্যাসিমেরো। সান্তিয়াগো বার্নাব্যুতে নিশ্চিত করতে চান শেষ চারের টিকিট। এজন্য মাঠে শতভাগ উজাড় করে দিতে সতীর্থদের প্রতি আহ্বান এই ব্রাজিলিয়ানের।
অন্যদিকে, বর্তমান চ্যাম্পিয়ন চেলসির কোচ টমাস টুখেল বলেছেন, শেষ চারে যেতে প্রতিপক্ষের মাঠে অসম্ভব কিছু করতে হবে তার দলকে।