ঢাকার কেরানীগঞ্জে প্রায় চার একর জায়গায় ২০০ কোটি টাকা ব্যয়ে ভারতের অর্থায়নে নির্মিত আইসিটি হাই-টেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় তাদের সঙ্গে ছিলেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী ও আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম।
মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঝিলমিল আবাসিক এলাকায় এই হাই-টেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নসরুল হামিদ বিপু বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয়, বাস্তবতা।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে শতভাগ বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিয়েছি। আগামীতে কেরানীগঞ্জের মাটির নিচ দিয়ে বিদ্যুতের তার নেওয়ার কাজ শুরু হবে। কেরানীগঞ্জে আজ হাই-টেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে। এর মাধ্যমে আইটি ইন্ডাস্ট্রিতেও এখন কেরানীগঞ্জবাসীর অবদান রাখার ক্ষেত্রে প্রস্তুত হলো। কেরানীগঞ্জে হাই-টেক পার্ক স্থাপন সম্পন্ন হলে এই এলাকার ছেলেরা গতানুগতিক ব্যবসা-বাণিজ্য বদলে অনলাইনে কাজ করে ডলার উপার্জন করতে পারবে, যা দেশের অর্থ-সামাজিক পরিবেশে ব্যাপক পরিবর্তন আনবে। '
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী দুই দেশের অত্যন্ত উন্নত সম্পর্ক আরো দৃঢ়করণ এবং আইসিটি সেক্টরসহ অন্যান্য খাতে বাংলাদেশের সঙ্গে অংশীদারি বাড়ানোর বিষয়েও গুরুত্ব দিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, বর্তমানে দুই দেশের বাণিজ্য ঘাটতি হ্রাস পেয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে আইসিটি সেক্টরে ভারতের বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে।
ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বাংলাদেশ-ভারত ডিজিটাল সার্ভিস অ্যান্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার (বিডিসেট) নামীয় আরেকটি প্রকল্পের আওতায় বাংলাদেশের ছয়টি সফটওয়্যার টেকনোলজি পার্ক, হাই-টেক পার্ক এবং শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার প্রশিক্ষণের জন্য বিশেষায়িত ল্যাব স্থাপন করা হবে। এখন থেকে আগামী দুই বছরে ২৪০০ জন প্রশিক্ষণ গ্রহণ করবে। ইন্টারনেট অব থিংস, মেশিন লার্নিং, রোবটিকস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এক্সটেনডেড রিয়ালিটিসহ অন্যান্য উচ্চতর বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়া মাস্টার ট্রেইনার তৈরির লক্ষ্যে ৩০ জনকে ছয় মাসের জন্য ভারতে আইসিটির ওপর উচ্চতর প্রশিক্ষণের জন্য প্রেরণ করা হবে।
এর আগে অতিথিরা গাছের চারা রোপণ ও শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করেন। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ কুমার ঘোষ। এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগরে সাধারণ সম্পাদক মুযাহিদুল ইসলাম মামুন প্রমুখ।
এএ