সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৩টি কোম্পানির ৩০ কোটি ১৯ লাখ ৬০ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে রয়েছে পূবালী ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৩৪ লাখ ৮৯ হাজার টাকার। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে প্রভাতী ইন্স্যুরেন্সেরলেনদেন হয়েছে ৪ কোটি ১৬ লাখ ৩০ হাজার টাকার।
এছাড়া, জেনেক্স ইনফোসিসের ২ কোটি ৫১ লাখ ৪ হাজার টাকার, এইচআর টেক্সটাইলের ২ কোটি ৩২ লাখ ১০ হাজার টাকার, সাইফ পাওয়ারটেকের ১ কোটি ৫৮ লাখ ১৬ হাজার টাকার, ডেল্টা স্পিনিংয়ের ৬৮ লাখ ৬০ হাজার টাকার, জিএসপি ফাইন্যান্সের ৫৮ লাখ ৪০ হাজার টাকার, অল টেক্সটাইলের ৫৬ লাখ টাকার, ইউনাইটেড ফাইন্যান্সের ৫২ লাখ ৭৫ হাজার টাকার, আমরা টেকনোলজির ৪০ লাখ ৩০ হাজার টাকার, আরডি ফুডের ৩৭ লাখ ৯৫ হাজার টাকার, সিটি ব্যাংকের ৩৭ লাখ ৮০ হাজার টাকার, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ৩৫ লাখ ৬৫ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেডের ৩২ লাখ ৬৯ হাজার টাকার, আলহাজ্ব টেক্সটাইলের ২১ লাখ ৪৮ হাজার টাকার, প্রাইম ইন্স্যুরেন্সের ২০ লাখ ৭৫ হাজার টাকার, পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের ১৮ লাখ ২০ হাজার টাকার, ডরিন পাওয়ারের ১৪ লাখ ৪ হাজার টাকার, সোনালী পেপারের ১৩ লাখ ৩৮ হাজার টাকার, ফরচুন সুজের ১২ লাখ ৭০ হাজার টাকার, সালভো কেমিক্যালের ১১ লাখ টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১০ লাখ ৭৫ হাজার টাকার, একমি ল্যাবরেটরিজের ১০ লাখ ৯ হাজার টাকার, কাট্টালি টেক্সটাইলের ৯ লাখ ৪০ হাজার টাকার, বিডি ল্যাম্পের ৮ লাখ ৯২ হাজার টাকার, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৮ লাখ ৫০ হাজার টাকার, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের ৮ লাখ ৩৯ হাজার টাকার, বিকন ফার্মার ৮ লাখ ১৬ হাজার টাকার, ড্রাগন সোয়েটারের ৭ লাখ ৮০ হাজার টাকার, ফু-ওয়াং ফুডের ৬ লাখ ৯০ হাজার টাকার, ইউনিয়ন ব্যাংকের ৫ লাখ ৮০ হাজার টাকার, ইউনিক হোটেলের ৫ লাখ ৭০ হাজার টাকার, সেনাকল্যাণ ইন্স্যুরেন্সের ৫ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস